June 30, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

মোবাইল চোর সন্দেহে যুবককে ধরে বেধড়ক গণপিটুনির অভিযোগ

মোবাইল চোর সন্দেহে যুবককে ধরে বেধড়ক গণপিটুনির অভিযোগ। গুরুতর জখম অবস্থায় ওই যুবক হাসপাতালে ভর্তি ছিলেন। এদিন সকালে তিনি মারা গিয়েছেন। মৃত ওই যুবকের নাম মহম্মদ সিকন্দর। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে, খাস দক্ষিণ কলকাতার কড়েয়া থানা এলাকায়। পুলিশ ঘটনার তদন্তে নেমে চার যুবককে গ্রেপ্তার করেছে।

জানা গিয়েছে, গণপিটুনির ঘটনাটি বুধবারের। কড়েয়ার কুষ্টিয়া রোড এলাকার বাসিন্দা রকি ও সিকন্দর আলম। দুজনেই এলাকার পরিচিত মুখ। স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি রকির একটি মোবাইল ফোন চুরি হয়ে গিয়েছিল। সেই চুরির ঘটনায় সিকন্দরের উপর সন্দেহ দানা বেঁধেছিল রকির। এলাকাতেও সিকন্দর ছিলেন না বলে খবর। বুধবার রাতে সিকন্দরকে এলাকায় দেখা যায়। মোবাইল চুরির বিষয় নিয়ে দু’জনের বচসা চলে বলে অভিযোগ। এরপরই রকি ও তার সঙ্গীরা সিকন্দরের উপর চড়াও হয় বলে অভিযোগ।