June 30, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

বিধানসভায় মুকুল রায়ের অবস্থান কী? তা জানতে কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা

বিধানসভায় মুকুল রায়ের অবস্থান কী? তা জানতে কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। কিন্তু সেই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে ফের প্রশ্ন তুলল রাজ্য। প্রধান বিচারপতি মামলাটি শুনানির জন্য বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে নির্ধারণ করেছেন। বুধবার সেই মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের কাছে বিচারপতি বসাক জানতে চান, মামলা ইতিমধ্যে প্রধান বিচারপতির কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। তাহলে কেন মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে? আজ, বৃহস্পতিবার ফের মামলার শুনানি।
স্পিকারের আইনজীবী অ্যাডভোকেট জেনারেল বলেন, “মামলাটি নতুন করে শুনানির জন্য এই ডিভিশন বেঞ্চ কে নিযুক্ত করেছেন প্রধান বিচারপতি। তাই মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রথমেই শুনানির প্রয়োজন। কারণ আইনসভার স্পিকারের ক্ষমতার ওপর আদালত হস্তক্ষেপ করতে পারে না।”