February 22, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

লোকসভা নির্বাচনে ‘কারচুপি’ নিয়ে বিস্ফোরক ট্রাম্প

ভারতীয় ভোটারদের ‘ভোটদানে উৎসাহ দিতে’ ২১ মিলিয়ন ডলার দিত আমেরিকা। কিন্তু ক্ষমতায় ফিরে সেই অনুদান বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার পর জলঘোলা হয়। বন্ধু ভারতের প্রতি কেন তাঁর এমন পদক্ষেপ সেনিয়েও নানা প্রশ্ন ওঠে। কিন্তু এবার এই অনুদান বন্ধ করা নিয়ে বিস্ফোরক দাবি করলেন ট্রাম্প। এক অনুষ্ঠানে গিয়ে তিনি বললেন, ভারতের নির্বাচনে কারচুপি করার চেষ্টা করেছিল জো বাইডেনের প্রশাসন! প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট নাকি চাননি চব্বিশের লোকসভা নির্বাচনে জিতে ক্ষমতায় ফিরুন নরেন্দ্র মোদি। নমোকে হঠাতেই অনুদানের নামে নাকি ওই টাকা ঢেলেছিল বাইডেন সরকার।

বুধবার রাতে সৌদি আরবের উদ্যোগে মায়ামিতে অনুষ্ঠিত ‘এফআইআই প্রায়োরিটি’ সম্মেলনে যোগ দিয়েছিলেন ট্রাম্প। সেখানেই সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, “কী প্রয়োজন ছিল ভারতীয় ভোটারদের উৎসাহ দিতে ২১ মিলিয়ন ডলার খরচ করার? আমার সন্দেহ বাইডেন প্রশাসন ভারতের লোকসভা নির্বাচনে হস্তক্ষেপ করতে চেয়েছিল। তারা হয়তো চেয়েছিল অন্য কেউ ভোটে জিতুক। এই বিষয়টি আমরা ভারত সরকারকেও জানাবো।”