রাজ্য়জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি রয়েছে। আবারও নিম্নচাপ! বৃহস্পতিবার তৈরি হতে পারে নিম্নচাপ। বাংলা ও ঝাড়খণ্ড সীমানা এলাকায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা।
উত্তরবঙ্গ নিয়ে বড় বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করল আবহাওয়া দফতর। বিশেষ করে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হড়পা বানের আশঙ্কা বেশি আগামী ৬ ঘণ্টায়, এমনই সতর্কতা জারি করেছে আলিপুরে। শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গেও বড় বিপর্যয়ের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বিক্ষিপ্তভাবে মেঘ ভাঙ্গা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায়। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় এই মেঘভাঙ্গা বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার প্রবল বৃষ্টির সম্ভাবনা ঝাড়খণ্ডে। প্রভাব পড়তে পারে বাংলায় | বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি ঘূর্ণাবর্ত সরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশা এলাকায় অবস্থান করছে। এটি দক্ষিণ দিকে ঝুঁকে থাকায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় এটি নিম্নচাপে পরিণত হবে। ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার জোড়া প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলায়। সপ্তাহ জুড়েই উত্তরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গেও |
More Stories
চলতি সপ্তাহেই ফের ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে
ফের নিম্নচাপ বঙ্গে
ফের জুনিয়র ডাক্তারদের বৈঠকে আহ্বান