চলতি মাসের ১৬ তারিখ রাজ্যে পালিত হবে ‘খেলা হবে দিবস’। এই জন্য প্রতিটি অনুমোদনপ্রাপ্ত ক্লাবকে ১৫ হাজার টাকা অনুদান দেবে রাজ্য সরকার। রাজ্যের ১১৯ টি পুরসভা, ৬টি পুরনিগম, ৩৪৫ ব্লক ও কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ড, জেলাসদর, জিটিএ, অনুমোদনপ্রাপ্ত ক্লাব, আইএফএ এবং অন্যান্য ক্লাবকে এই দিনটি পালনের জন্য বলা হয়েছে।
খেলা হবে দিবস’ পালনের জন্য নবান্নের তরফে জেলাশাসকদের চিঠি দিয়ে ছাত্র-যুব-সহ আম জনতাকে খেলাধুলার এই কর্মসূচিতে যুক্ত করতে সব রকম ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য প্রতিটি জেলায় একজন অতিরিক্ত জেলাশাসক ও জেলা ইউথ অফিসার এবং সংশ্লিষ্ট আধিকারিকদের কমিটি গড়ে পরিকল্পনা তৈরি করতে বলা হয়েছে। সব ক্লাবই ওই দিন ফুটবল-সহ সব ধরনের খেলার আয়োজন করতে পারবে।
More Stories
চলতি সপ্তাহেই ফের ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে
ফের নিম্নচাপ বঙ্গে
ফের জুনিয়র ডাক্তারদের বৈঠকে আহ্বান