November 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

জীবনবিমা এবং স্বাস্থ্যবিমায় জিএসটি প্রত্যাহারের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের

জীবনবিমা এবং স্বাস্থ্যবিমায় জিএসটি প্রত্যাহারের দাবি আরও জোরাল করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বিমায় জিএসটি জনবিরোধী, অবিলম্বে সেটা প্রত্যাহার করুন। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে এই দাবিতে চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

মমতার বক্তব্য, “অসুস্থতা, দুর্ঘটনা, এবং মৃত্যুর মতো কঠিন সময়ে মানুষকে আর্থিকভাবে সাহায্য করাই জীবনবিমা এবং স্বাস্থ্য বিমার মূল উদ্দেশ্য। এই বিমাগুলি কঠিন সময়ে স্বজনহারাদের বা বিপদের মধ্যে থাকা পরিবারগুলির সহায় হয়ে দাঁড়ায়। কিন্তু এভাবে বিমার উপর জিএসটি চাপানো আমনাগরিকের উপর বোঝা বাড়াচ্ছে।” মুখ্যমন্ত্রী বলছে, কেন্দ্রের জিএসটি নীতির ফলে বহু মানুষ নতুন বিমা পলিসি নিতে চাইছেন না। যার ফলে বিপদের সময় আর্থিক সমস্যায় পড়তে হচ্ছে। মুখ্যমন্ত্রীর সাফ কথা, বিমায় জিএসটি লাগু করার এই জনবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক। চিঠিতে মমতা লিখেছেন, “আমার আশা আপনি এই সিদ্ধান্ত প্রত্যাহার করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন।