November 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

শহরতলিকে ভিজিয়ে দিয়ে গেল আচমকা ঝেঁপে আসা বৃষ্টি

মাঝ জুলাইয়েও তেমন বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে। এই আক্ষেপের মধ্যেই অবশ্য মঙ্গলবার সকালে কলকাতা ও সংলগ্ন শহরতলিকে ভিজিয়ে দিয়ে গেল আচমকা ঝেঁপে আসা বৃষ্টি। তার পর অবশ্য চড়চড়িয়ে উঠল রোদ। বর্ষার রেশটুকু উধাও! কিন্তু এমন পরিস্থিতি বেশিদিন নয়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সপ্তাহান্তে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। যার জেরে দক্ষিণবঙ্গ বৃষ্টিতে ভিজবে। ২১ জুলাই, শহিদ দিবসেও তুমুল বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ কমে উত্তরবঙ্গে উন্নতি হবে আবহাওয়ার।

তীব্র গরম থেকে রেহাই দক্ষিণবঙ্গবাসীর। শুক্রবার ভোররাত থেকেই বর্ষার বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। উত্তরবঙ্গে অবশ্য এখনই বৃষ্টি থেকে রেহাই নেই। তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে বদলাতে পারে আবহাওয়া। লাগাতার দুর্যোগ থেকে মিলতে পারে মুক্তি। কমতে পারে বৃষ্টি।