জামাই ষষ্ঠীর আগে ভ্যাপসা গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগছে বঙ্গবাসী। শনিবার থেকে মঙ্গলবার তাপপ্রবাহের পরিস্থিতি চলবে পশ্চিমের চার জেলায়। বাকি জেলাতেও আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। সঙ্গে বইবে দমকা হাওয়া। গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল কলকাতা। আংশিক মেঘলা আকাশ।
গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল কলকাতা। আংশিক মেঘলা আকাশ। সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকছে। বেলা যত বাড়বে ততই অস্বস্তি বাড়বে পাল্লা দিয়ে। আলিপুর আবহাওয়ায় দপ্তর বলছে, দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় গরম ও চরম অস্বস্তিকর আবহাওয়া। উইকেন্ডে গরম আরও বাড়বে। ২ দিনে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। সকাল থেকে ঘামে প্যাচপ্যাচে গরম।
শুধুমাত্র পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 39 থেকে 91 শতাংশ।
More Stories
চলতি সপ্তাহেই ফের ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে
ফের নিম্নচাপ বঙ্গে
ফের জুনিয়র ডাক্তারদের বৈঠকে আহ্বান