
২০১৯ এবং ২০২১-এও বাংলার ফল মেলাতে ব্যর্থ হয়েছিল এক্সিট পোল। সেই যুক্তিতেই এখনও বুথফেরত সমীক্ষা মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। বস্তুত শাসকদলের শীর্ষ নেতারা আত্মবিশ্বাসী, এক্সিট পোল যা-ই বলুক বঙ্গে শাসকদলের আসন বাড়তে চলেছে। শুধু বাড়তে চলেছে বলা ভুল, ভালো অঙ্কে বাড়তে চলেছে। আরও অন্তত ৬ আসনে লড়াই হাড্ডাহাড্ডি। তবে সেই ছটি আসনও জয়ের ব্যাপারে আশাবাদী এরাজ্যের শাসকদল।
অধিকাংশ বুথফেরত সমীক্ষা বলছে রাজ্যে তৃণমূলের শক্তিহ্রাস হতে চলেছে। বাংলায় নাকি শাসকদলকে টপকে প্রথম শক্তি হিসাবে উঠে আসবে বিজেপি! জোড়াফুল শিবির অবশ্য এই সমীক্ষা মানতে নারাজ। তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাফ জানিয়ে দিয়েছেন, “এই এক্সিট পোল ফেক, আমরা মানি না।” সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একপ্রকার চ্যালেঞ্জের সুরে বলে দিয়েছেন, “এক্সিট পোলের সব সমীক্ষা ভুল প্রমাণ করব।” কর্মীদের আত্মবিশ্বাস না হারিয়ে গণনা পর্বে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়