চলতি বছরের শুরুতেই পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছিল কেন্দ্র। সেই তালিকায় ছিল বাংলার মিঠুন চক্রবর্তী, উষা উত্থুপ। তালিকায় ছিলেন পুরুলিয়ার আদিবাসী পরিবেশকর্মী দুখু মাজি, ছৌ-নাচের মুখোশ শিল্পী নেপালচন্দ্র সূত্রধর, মৃৎশিল্পী সনাতন রুদ্র পাল এবং বীরভূমের ভাদু শিল্পী রতন কাহার |
বাংলা থেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের পদ্মশ্রী পেয়েছেন একলব্য শর্মা এবং নারায়ণ চক্রবর্তী। পদ্মশ্রী পেলেন তাকদিরা বেগম এবং গীতা রায় বর্মন। পাশাপাশি ‘পদ্মবিভূষণ’ সম্মানে ভূষিত করা হয়েছে দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, অভিনেতা চিরঞ্জীবী, বৈজয়ন্তীমালা, বিন্দেশ্বর পাঠক এবং পদ্মা সুব্রহ্মণ্যমকে। সোমবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

More Stories
ভারতীয় মহিলা ক্রিকেট দলের জয় উদযাপন করলেন নীতা আম্বানি
জিও ব্যবহারকারীদের জন্য ১৮ মাসের গুগল জেমিনি প্রো প্লান বিনামূল্যে
কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবকে ত্বরান্বিত করতে রিলায়েন্স এবং গুগলের অংশীদারিত্ব