November 3, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

পদ্মশ্রী পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি

চলতি বছরের শুরুতেই পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছিল কেন্দ্র। সেই তালিকায় ছিল বাংলার মিঠুন চক্রবর্তী, উষা উত্থুপ। তালিকায় ছিলেন পুরুলিয়ার আদিবাসী পরিবেশকর্মী দুখু মাজি, ছৌ-নাচের মুখোশ শিল্পী নেপালচন্দ্র সূত্রধর, মৃৎশিল্পী সনাতন রুদ্র পাল এবং বীরভূমের ভাদু শিল্পী রতন কাহার |

বাংলা থেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের পদ্মশ্রী পেয়েছেন একলব্য শর্মা এবং নারায়ণ চক্রবর্তী। পদ্মশ্রী পেলেন তাকদিরা বেগম এবং গীতা রায় বর্মন। পাশাপাশি ‘পদ্মবিভূষণ’ সম্মানে ভূষিত করা হয়েছে দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, অভিনেতা চিরঞ্জীবী, বৈজয়ন্তীমালা, বিন্দেশ্বর পাঠক এবং পদ্মা সুব্রহ্মণ্যমকে। সোমবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।