গত বছর সেরা সঙ্গীতের জন্য অস্কার পায় নাটু নাটু। এবছর সেরা সঙ্গীতের পুরস্কার ঘোষণার সময় ফের ভেসে উঠল RRR-র ঝলক। ব্যাকগ্রাউন্ড স্ক্রিনে দেখা গেল রামচরণ এবং জুনিয়র এনটিআরের নাটু নাটুর নাচের ঝলক। গতবারের সেরাকে সঙ্গে রেখেই এই বছরের সেরা সঙ্গীতের পুরস্কার ঘোষণা করা হল অস্কারের মঞ্চে।
গতবার দুটি অস্কার পেয়েছে ভারতীয় ছবি আরআরআর(RRR)। এসএস রাজামৌলি পরিচালিত জুনিয়র এনটিআর এবং রামচরণ অভিনীত আরআরআর ফের একবার ভেসে উঠল অস্কারের মঞ্চে। অস্কারের মঞ্চে নাটু নাটু গানটি পারফর্ম করেন এই গানে দুই গায়ক রাহুল সিপলিগঞ্জ ও কালাভৈরব। এই গানের সঙ্গে ডলবি থিয়েটারে উপস্থিত তারকাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন।
More Stories
সারা বাংলা ঘুরে ‘রাজার রাজা’ হয়েই কামব্যাক করলেন দেব
কোয়েলের কোল জুড়ে এল ফুটফুটে কন্যা সন্তান
রোশান পরিবারের গল্প নিয়ে আসছে ‘দ্য রোশনস’