সম্প্রতি নিজেই রাজনীতি থেকে বাণপ্রস্থে যাওয়ার ঘোষণা করেছিলেন অভিনেত্রী। এমনকী এও জানিয়ে দিয়েছিলেন যে, লোকসভা নির্বাচনের প্রার্থী তিনি হতে চান না। সেই আবহেই ফের মিমির প্রার্থী হওয়ার জল্পনা শুরু হয়।
এদিন যখন ব্রিগেডের জনগর্জন সভা থেকে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ পেল, তখন মিমি চক্রবর্তীর ইনস্টা স্টোরিতে দেখা গেল, বন্ধুদের সঙ্গে আড্ডায় তিনি। বন্ধু অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘হ্যাপি সানডে।’ টলিউড অভিনেত্রীর চোখেমুখেও উচ্ছ্বাস ধরা পড়েছে।
More Stories
সম্রাজ্ঞী বিনোদিনী দাসী ফিরে এলেন তাঁর নিজ রঙ্গালয় গৃহে
‘খাদান’ সাফল্যের মাঝেই ‘বিনোদিনী’র প্রচার শুরু করেছেন দেব
রাজধানী দিল্লির শো হাউসফুল, রাজ্যের সীমানা ছাড়িয়ে রাজধানীতে দেব ‘রাজার রাজা’