
লন্ডন, মুম্বই মিলিয়ে ১২০ দিনের লম্বা শিডিউল। চলতি বছরের মার্চ মাস থেকেই ‘রামায়ণ’-এর শুটিং শুরু করবেন রণবীর। অ্যানিম্যাল’ ছবির জন্য সদ্য ফিল্মফেয়ারের মঞ্চে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রণবীর কাপুর। দুরন্ত ব্যবসা দিয়ে বক্স অফিসের দৌড়ে তো আগেই জিতেছেন, এবার সেই সাফল্যকে সঙ্গে নিয়েই ‘রামায়ণ’ ছবির জন্য কড়া প্রস্তুতি শুরু করে দিলেন |
পরিচালক নীতিশ তিওয়ারি তাঁর এই ম্যাগনাম অপাস নিয়ে কোনও খামতিই রাখতে চাইছেন না। বিশেষ করে, গতবছরের আদিপুরুষ বিতর্ক থেকে শিক্ষা নিয়েই আরও তটস্থ হয়েছেন তিনি। বড় পরিসরে শুট হতে চলেছে। নীতিশের ‘রামায়ণ’-এর সিংহভাগ শুটিং হবে মুম্বইতে। ২ মাসের শিডিউল। তারপরই লন্ডনের উদ্দেশে উড়ে যাবে গোটা টিম। সেখানেও ৬০ দিনের শিডিউল।
More Stories
টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু করেছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’ সিজন ১৯
একের পর এক ঝোড়ো ব্যাটিং করছেন ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়
টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে সমন ইডির