
আগামী ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | সেই উপলক্ষে অযোধ্যায় সাজ সাজো রব | ঐদিন পবিত্র নির্ঘণ্ট মেনে কখন হবে সেই অনুষ্ঠান, বছরের প্রথম দিনে তা জানাল শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট।
২২ জানুয়ারি দুপুর ১২টা বেজে ২০ মিনিট নাগাদ হবে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান । ঐদিন অযোধ্যায় দেশের অধিকাংশ সাধু-সন্তদের তো বটেই, আমন্ত্রণ জানানো হয়েছে রাজনীতি-খেলা-বিনোদন… প্রায় সব জগতের বিশিষ্ট ব্যক্তিদের। ট্রাস্টের সদস্যরা জানিয়েছেন, আগত রাম ভক্তদের থাকার জন্য অযোধ্যায় একটি তাঁবু শহর তৈরি করা হবে। এছাড়া তীর্থক্ষেত্রপুরমে, ভক্তদের জন্য ছয়টি টিউবওয়েল, রান্নাঘর এবং একটি দশ শয্যার হাসপাতাল স্থাপন করা হয়েছে।
More Stories
প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মুকেশ আম্বানি
গুজরাটের জামনগরের প্রাণিবিদ্যা উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রকে ক্লিন চিট দিল সুপ্রিম কোর্ট
‘মায়ের সাথে সেজে উঠুন’ স্মার্ট বাজারের সাথে