কাঁধে অস্ত্রোপচার হয়েছে মুখ্যমন্ত্রীর | প্রয়োজন বিশ্রামের | সেই কারণে এবার সফর সূচির পরিবর্তন হওয়ার সম্ভাবনা | ২ জানুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের একটি অনুষ্ঠান ছিল। সেখানে তৃণমূল সর্বস্তরের জনপ্রতিনিধির থাকার কথা ।
তবে, শোনা যাচ্ছে, নেতাজি ইন্ডোরে স্টেডিয়ামের দলীয় অনুষ্ঠান থেকে দক্ষিণ ২৪ পরগনার একাধিক জনসভা, অনুষ্ঠান পিছিয়ে যেতে পারে। এছাড়া ৩ জানুয়ারি মুখ্যমন্ত্রীর সাগরদ্বীপ যাওয়ার কথা ছিল। ৪ তারিখ জয়নগরের প্রশাসনিক সভাও ছিল তাঁর। তা সম্ভবত পিছিয়ে যাচ্ছে ৮ জানুয়ারি পর্যন্ত। তবে এসবই সূত্রের খবর । এ বিষয়ে মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতি কেমন, তা বোঝার পরই কর্মসূচিতে বদল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

More Stories
সাতসকালে কলকাতায় ভূমিকম্প
শীতের দিনে ঘুরে দেখুন কলকাতা
রাতের শহরে ভয়াবহ দুর্ঘটনা