
বৃহস্পতিবার রাতে রাষ্ট্রায়ত্তে পেট্রোলিয়াম সংস্থা ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে জানানো হয়েছে গ্যাসের নয়া মূল্য বৃদ্ধির কথা |
প্রসঙ্গত, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন মিটতেই বাড়লো বাণিজ্যিক গ্যাসের দাম | এবার ২২ টাকা ৫০ পয়সা বেড়ে বাণিজ্যিক সিলিন্ডারের কলকাতায় দাম হল ১৯০৮ টাকা | তবে ১৪.২ কেজির গ্যাসের দাম ৯২৯ টাকা থাকছে | সেপ্টেম্বর ও অক্টোবরের শুরুতে দুবার বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছিল | এরপর দীপাবলি থেকে এক ধাক্কায় ১০১ টাকা বেড়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম | কলকাতায় নতুন গ্যাসের দাম হয় ১৮৯৫.৫০ টাকা | মূল্য বৃদ্ধির বাজারে গ্যাসের দাম বাড়ায় রান্না করা খাবারের দাম বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে । এই দাম বৃদ্ধির ফলে মানুষের উপর পরোক্ষভাবে বাড়তে পারে চাপ |
More Stories
রিলায়েন্স নিয়ে এলো জনপ্রিয় ফ্যাশন ফ্যাক্টরি
রথযাত্রার উপলক্ষে পুরী জেলা প্রশাসনের সাথে ঘনিষ্ঠ সহযোগিতায় রিলায়েন্স
প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে ফুটবল ড্রাইভ সম্পন্ন করল আর এফ লং টার্