September 15, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

রং বিতর্কের মাঝে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

সাদা নীল বনাম গেরুয়া যুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পে আটকে টাকা আর সেই অভিযোগে বারবার সরব হয়েছে রাজ্য সরকার | সেই রং বিতর্কের মাঝে এবার জাতীয় কমিশনকে টাকা চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী । তিনি আবেদনে জানালেন, “জাতীয় স্বাস্থ্য কমিশন প্রকল্পে বাংলার জন্য বরাদ্দ টাকা দ্রুত মিটিয়ে দেওয়া হোক | নইলে প্রকল্প চালাতে অসুবিধা হচ্ছে” |

প্রসঙ্গত, তথ্য বলছে রাজ্যের ৬৫টি ব্লগ ও ২৮ টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের তৈরি খরচের খতিয়ান ৬ মাস আগে স্বাস্থ্য কেন্দ্রকে পাঠিয়েছে নবান্ন । চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগেই পাঞ্জাব উত্তর প্রদেশ মনিপুর সহ ১৩ টি রাজ্যকে uc অপেক্ষা না করে বকেয়া মিটিয়ে দিলেও রাজ্যের প্রাপ্য 826.72 কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় অর্থ কমিশন | এসব কেন্দ্রগুলি গেরুয়া না হওয়ার জন্যই টাকা আটকে দিয়েছে বলে অভিযোগ |

পাশাপাশি রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী, শিশুসাথী, চোখের আলো সহ বিভিন্ন স্বাস্থ্য খাতে বিনামূল্যে চিকিৎসা হয় | সেসব প্রকল্পের সঙ্গে জাতীয় কমিশনের তুলনা করেছেন মুখ্যমন্ত্রী । কিভাবে এত বাধা সত্ত্বেও স্বাস্থ্যখাতে এত প্রকল্প চালিয়ে যাচ্ছে সে কথা চিঠি বিশদে তুলে ধরেছেন তিনি |