শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পাখির চোখ এখন ‘দেবী চৌধুরানী’। খুব শিগগিরিই শুরু হবে ছবির শুটিং। সম্প্রতি ডাকাত রানির লুকে ধরাও দিয়েছেন অভিনেত্রী। পরনে লাল পাড় সাদা শাড়ি। কপালে সিঁদুরে টিপ। ছোট্ট দুল।
শ্রাবন্তীর লুক প্রকাশ্যে আসতেই এই সিনেমা নিয়ে অনুরাগীদের উন্মাদনা স্বাভাবিকভাবেই বেড়ে দ্বিগুণ হয়েছে। আর সেই ছবির শুটিং শুরু হওয়ার আগেই তারাপীঠে পুজো দিলেন অভিনেত্রী। একেবারে মন্দিরের গর্ভগৃহ থেকে ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী।

More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়