আগামী বুধবার বেলা এগারোটা পাঁচ নাগাদ দিল্লি থেকে ভারতীয় বায়ু সেনা বিমানে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন অমিত শাহ । আগামী ২৯ তারিখ ধর্মতলা মেঘা সম্মেলন রয়েছে বিজেপির | ১০০ দিনের কাজের টাকা নিয়ে তৃণমূলের বঞ্চনা আন্দোলনের পাল্টা একুশে জুলাই সাবাস্থলে সমাবেশের আয়োজন করেছে বঙ্গ বিজেপি । আর সেখানেই আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ |
বুধবার ভিক্টোরিয়া হাউস এর সামনে বিজেপির সেই সভা হবে | ঐদিন কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর কথা দুপুর একটা নাগাদ | এরপর কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টার করে নামবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী | সেখান থেকে গাড়ি করে আসবেন ধর্মতলা বিজেপির সভা মঞ্চে | তিনটে ৪৫ মিনিট নাগাদ কলকাতা থেকে দিল্লিগামী বিমান করে দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন অমিত শাহ |

More Stories
সাতসকালে কলকাতায় ভূমিকম্প
শীতের দিনে ঘুরে দেখুন কলকাতা
রাতের শহরে ভয়াবহ দুর্ঘটনা