December 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বকেয়া আদায়ের লক্ষ্যে সুকান্ত মজুমদারের কাছে সরব তৃণমূল বিধায়করা

১০০ দিনের কাজসহ একাধিক যৌথ প্রকল্পের কাজ করা সত্ত্বেও বকেয়া টাকা পায়নি বাংলার কৃষক শ্রমিকেরা | আর এই অভিযোগে কেন্দ্র বিরোধীদল চড়িয়েছেন রাজ্যের শাসক দল | দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বঞ্চিতরা কৃষি ভবনে গিয়ে নিজেদের অধিকার আদায়ের দাবি ধরনা দিয়েছেন |

একাধিকবার বকে আদায়ের দাবিতে প্রশাসনিক স্তরে চিঠি লেখা হলো পাওয়া যায়নি এখনো সমাধান | এবার শুক্রবার বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের বৈঠকে রাজ্যসভার সভাপতি সুকান্ত মজুমদারের কাছে এই ইস্যুতে সরব হলেন দলের বিধায়করা | জানালেন, ১০০ দিনের কাজের টাকা না পেয়ে সমস্যা প্রান্তিক মানুষ | যত দ্রুত সম্ভব কিন্তু এই টাকা দেবার কথা বলুক সুকান্ত মজুমদার । বিধায়কদের এ কথা শুনে সুকান্ত মজুমদার জানান, তিনি অবশ্যই এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে জানাবেন |