????
বিগত কয়েকদিন আগে স্ত্রী মোহনা ও মেয়ের সঙ্গে প্রেগনেন্সি ফটোশুটে ছবি পোস্ট করেছিলেন অভিনেতা জিৎ | এবার পুজোর আগেই পরিবারে এলো নতুন সদস্য | দ্বিতীয়বার বাবা হলেন সুপারস্টার জিৎ |
সম্প্রতি, সোশ্যাল মিডিয়ার সুখবর শেয়ার করেছেন নিজে একথা জানলেন | পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী। ছবি পোস্ট করে জিৎ লেখেন, “হৃদয় একরাশ কৃতজ্ঞতা নিয়ে আমাদের ছেলের এই পৃথিবীতে আসার খবর সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি | আপনাদের প্রার্থনা রাখবেন আমাদের” | প্রসঙ্গত, গত কয়েকদিন আগে ব্লু ডেনিম ও সাদা শার্ট সাথে আকাশে রংয়ের পোশাকে স্ত্রী ও মেয়ের সঙ্গে ফটোশুট করতে দেখা গিয়েছে অভিনেতাকে |

More Stories
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী