
এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি মন্দ নয়। বৃষ্টি থেমে গিয়েছে, আকাশের কোণে দেখা দিয়েছে রোদ। কেমন থাকবে পুজোর কয়েকদিনের আকাশ? আপাতত এটাই সব থেকে বড় প্রশ্ন হয়ে ঘুরছে সাধারণ মানুষের মনে। এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি মন্দ নয়। বৃষ্টি থেমে গিয়েছে, আকাশের কোণে দেখা দিয়েছে রোদ।
নিম্নচাপের অবস্থান বর্তমানে দক্ষিণ ঝড়খণ্ডের উপরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস-আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বেশ কিছু জায়গায় ভারী এবং কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 32.2 ডিগ্রী সেলসিয়াস |
More Stories
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে
পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়
পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন