December 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বঙ্গোপসাগরের শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ

বঙ্গোপসাগরের শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলায় । দুই নিম্নচাপই শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণ বঙ্গের জেলায় । মৎস্যজীবীদের শনি ও রবিবার উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। আরব সাগর ও বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপ।

আগামী ৪/৫ দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। শুক্রবার ভারী বৃষ্টি হবে দুই ২৪ পরগণা,দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলী জেলায়। শনিবার এই নিম্নচাপ বাংলার আরও কাছে চলে আসবে। ৩ ও ৪ তারিখ উত্তরবঙ্গের ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। এর ফলে দার্জিলিং ও কালিম্পংয়ে ভূমিধসের সম্ভাবনা এবং নদীর জল স্তরও বৃদ্ধি পাবে।

আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 32.2 ডিগ্রী সেলসিয়াস |