
গত কয়েকদিন আগে ছেলের রাজ্যের ধুমধাম করে জন্মদিন পালন করলেন পরিমনি | ঠিক তারপরেই বৃহস্পতিবার প্রকাশে আসে রাজ ও পরীমনির কাছে আসার খবর |, এরপর জানা যাচ্ছে যে ইতিমধ্যে পরিমনির ঢাকার বসুন্ধরার বাড়িতে ফিরে এসেছেন রাজ | আপাতত ছেলের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত তিনি |
সুত্রের খবর, রাজ ফিরে এসেছেন বসুন্ধরার বাসায় | রাজ জানিয়েছেন, “আমি এখন বসুন্ধরার বাসায় | আমিও পরীমনি একসঙ্গে আছি | গত রাতে বাসায় ফিরেছি | ঠিকঠাক আছি, ভালো আছি, বাবুকে সময় দিচ্ছি | রাজ্যের সঙ্গে খেলা করছি, সময় দিচ্ছি | অনেকদিন পর ওকে ভালোমতো কাছে পেয়েছি | রাজ্য আমাকে কাছে পেয়ে খুব মজা করছে, খেলছে |
প্রসঙ্গত, গত তিন মাস আগে পরীমনির বাড়ি থেকে যাবতীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে যান তার স্বামী শরিফুল রাজ । তারপর থেকে প্রকাশ্যে আসে তাদের দাম্পত্য কলহ | এমনকি জানা গিয়েছিল, তাদের বিবাহ বিচ্ছেদের কথা | তবে এর পরে একেবারে উল্টো ছবি ধরা পরল | এবার তবে কি বিচ্ছেদের সিদ্ধান্ত বদল করলেন তারা?
More Stories
টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু করেছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’ সিজন ১৯
একের পর এক ঝোড়ো ব্যাটিং করছেন ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়
টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে সমন ইডির