September 16, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

জেলে অসুস্থ হয়ে পড়লেন কালীঘাটের কাকু

সোমবার জেলে আসার কিছুক্ষণের মধ্যেই হঠাৎই অসুস্থ হয়ে পড়ে সুজয় কৃষ্ণ | নিয়োগ দুর্নীতিতে জেলে গিয়ে বড় ধাক্কা খেয়েছিলেন কালীঘাটের কাকু | হারিয়েছিলেন স্ত্রীকে | স্ত্রীর মৃত্যুর কারণ দেখিয়ে প্যারোলে মুক্তি পেয়েছিলেন তিনি | তবে এবার সেই সময়সীমা কাটিয়ে ফের জেলে ফিরতেই অসুস্থ হয়ে পড়লেন তিনি |

জেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর, তাকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে | তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় । প্রসঙ্গত, এমনিতেই তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন কালীঘাটের কাকু | এরপর স্ত্রীর মৃত্যুর কারণ দেখে প্যারোলে মুক্তির আবেদন করতে তা মঞ্জুর হয়ে যায় | তবে সমস্ত কাজ করে এবার জেল ফিরতেই অসুস্থ হলেন কালীঘাটের কাকু |