১৪ ই জুলাই বাস্তিল দিবস | কবিতার দেশে সফর করবেন প্রধানমন্ত্রী | সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি |
সূত্রের খবর, আসন্ন ফ্রান্স সফরে আরো শক্তিশালী হবে ভারতীয় নৌসেনা | মোদির সফরে নৌ বাহিনী যুদ্ধবিমান বাহক রনতরে আইএনএস বিক্রান্তির জন্য ২৬ টি রাফাল এম যুদ্ধ বিমান কেনার চুক্তি করবে ভারত । দুদিনের ওই সফরের রাফাল এম যুদ্ধ বিমান কেনার চুক্তি হতে পারে বলে জানা গিয়েছে |
তবে এর আগেও ফ্রান্সের থেকে রাফাল যুদ্ধবিমান কিনেছে ভারত । তবে তা ছিল বায়ু সেনার জন্য | এবার নৌ সেনার জন্য অত্যাধুনিক রাফাল কিনতে চলেছে ভারত |

More Stories
ভারতীয় মহিলা ক্রিকেট দলের জয় উদযাপন করলেন নীতা আম্বানি
জিও ব্যবহারকারীদের জন্য ১৮ মাসের গুগল জেমিনি প্রো প্লান বিনামূল্যে
কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবকে ত্বরান্বিত করতে রিলায়েন্স এবং গুগলের অংশীদারিত্ব