
১০ বছর পর বাড়ি ফিরছে সারদা কান্ডে অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায় | রবিবার সকাল থেকেই মেয়ের অপেক্ষায় বসে ছিলেন তার বাবা মোহন মুখোপাধ্যায় সহ গোটা পরিবার |
প্রসঙ্গত সারদা মামলায় ২০১৩ সালের ২২ এপ্রিল কাশ্মীর থেকে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল সারদা কর্তা সুদীপ্ত সেন এবং তার ছায়া সঙ্গী দেবযানী মুখোপাধ্যায় | গত ১০ বছরে একাধিকবার জামিনের আবেদন করলেও মেলেনি জামিন ।
মঙ্গলবার বাড়ি আসার কথা ছিল দেবযানী | কিন্তু ঐদিন মামলার শুনানির দিন থাকার আসতে পারছেন না তিনি | তার বদলে আজ বাড়ি ফিরলেন দেবযানী | অসুস্থ মাকে দেখতে যাওয়ার জন্যই জেল কর্তৃপক্ষের কাছে আবেদন করেন দেবযানী | এরপর সেই আবেদন মঞ্জুর হওয়ার পর বাড়ি ফিরলেন আজ |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়