
গত কয়েক সপ্তাহের টানা গরমে বঙ্গভাসে একটাই প্রশ্ন কবে আসবে বর্ষা | স্থানীয় আবহাওয়া দপ্তরের তরফে জানা যাচ্ছে, দুদিন অর্থাৎ রবি ও সোমবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে | তবে কুড়ি জুন থেকে এই বৃষ্টি আরেকটু বাড়বে । আগামী পাঁচ দিন ধরে ধীরে ধীরে দুই থেকে চার ডিগ্রি কমবে |
মোটামুটি এই সময় বর্ষা ঢুকে যায় অন্যান্য বছর । কিন্তু এখন বিশ্বজুড়ে জলবায়ুতে নানা পরিবর্তন দেখা দিচ্ছে | যার ফলে পিছিয়ে যাচ্ছে বর্ষার আগমন | তবে এবার জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর প্রভাবে 21ই জুন থেকে বঙ্গে বর্ষা প্রবেশ করা সম্ভাবনা রয়েছে ।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রী সেলসিয়াস |
More Stories
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে
পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়
পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন