
নব জোয়ারের শেষ দিনে কাকদ্বীপ মঞ্চে মমতা অভিষেক | এই মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলেধনা করলেন ইডি এবং সিবিআইকে |
তিনি জানান, ইডি অনেকবার এই যাত্রা আটকানোর চেষ্টা করে | পাশাপাশি তিনি জানেন, “ইডি সিবিআই যতই কুৎসা করেছে তৃণমূল তত শক্তিশালী হয়েছে” |
তিনি জানান, “তৃণমূলের নব জোয়ার কর্মসূচি আজ শেষ দিন | কোচবিহারের বামন হাট থেকে শুরু করেছিলাম | কাকদ্বীপে শেষ করেছি | 60দিন ধরে এই কর্মসূচি চলল | দুমাস রাস্তায় থাকবো বলেছিলাম । অনেক রাজনৈতিক দলের নেতা মুখপাত্র ব্যঙ্গ করেছিলেন | সিবিআই ভেবেছিল আমাদের এই জনসংযোগ যাত্রা বন্ধ করবে | কিন্তু তা বদলে নব জোয়ার জনজোয়ারে পরিণত হয়েছে” | অবশেষে তিনি বলেছেন,” 60 দিন আগের অভিষেক আর 60 দিন পরের অভিষেক অনেক আলাদা | আমার দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছে” |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়