আবহাওয়া দপ্তর জানাচ্ছে আরব সাগরের সৃষ্টি ঘূর্ণিঝড়টি বিপর্যয় গুজরাট উপকূলের দিকে ধেয়ে আসায় সৌরাষ্ট্র কচ্ছ অঞ্চলের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা । পাশাপাশি আজ গুজরাটের কচ্ছ জেলার ওপর প্রভাব ফেলবে ঘূর্ণিঝড় বিপর্যয় | ইতিমধ্যে ৭৪ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে | পাশাপাশি উপকূলবর্তী এলাকায় বসবাসকারী মানুষজনকে সতর্কমূলক বার্তা দেওয়া হয়েছে । সাথে তৈরি রাখা হয়েছে মোকাবিলা ইউনিট |
ভারতীয় মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে, পূর্ব মধ্য ও দক্ষিণ পূর্ব আরব সাগরে ঘনীত হয় নিম্নচাপ | এরপর শক্তি সঞ্চার করতে করতে আরও উত্তর দিকে অগ্রসর হবে | এই বিপর্যয় ঘূর্ণিঝড় পরিণত হতেই সতর্কতা জারি করা হয়েছে | সতর্কতা জারি করা হয়েছে মহারাষ্ট্র, কর্নাটক, কেরালা ও গোয়ার উপকূলবর্তী এলাকায় | মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে |

More Stories
ভারতীয় মহিলা ক্রিকেট দলের জয় উদযাপন করলেন নীতা আম্বানি
জিও ব্যবহারকারীদের জন্য ১৮ মাসের গুগল জেমিনি প্রো প্লান বিনামূল্যে
কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবকে ত্বরান্বিত করতে রিলায়েন্স এবং গুগলের অংশীদারিত্ব