শক্তি বাড়িয়ে আরো প্রবল হয়েছে ঘূর্ণিঝড় বিপর্যয় | আগামী ৩৬ ঘন্টায় আরও শক্তিশালী হয়ে উঠবে এই ঝড় | বর্তমানে গোয়া থেকে ৮৪০ কিলোমিটার পশ্চিম দক্ষিণ-পশ্চিমে পূর্ব মধ্য আরব সাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি | ভারতীয় মৌসুম ভবনের তরফে জারি করা হয়েছে সতর্কতা । শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ থেকে এখন শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বিপর্যয় |
ভারতীয় মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে, পূর্ব মধ্য ও দক্ষিণ পূর্ব আরব সাগরে ঘনীত হয় নিম্নচাপ | এরপর শক্তি সঞ্চার করতে করতে আরও উত্তর দিকে অগ্রসর হবে | এই বিপর্যয় ঘূর্ণিঝড় পরিণত হতেই সতর্কতা জারি করা হয়েছে | সতর্কতা জারি করা হয়েছে মহারাষ্ট্র, কর্নাটক, কেরালা ও গোয়ার উপকূলবর্তী এলাকায় | মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে |

More Stories
গ্রাহক বৃদ্ধিতে রেকর্ড গড়ল জিও
জিও ইনস্টিটিউট এবং INSMA সফল ভাবে সমাপ্ত করল ক্রীড়া ব্যবস্থাপনা সম্মেলন
ডঃ মাশেলকরের সংবর্ধনা অনুষ্ঠানে কি বললেন মুকেশ আম্বানি