
দলের কোন্দল মেটানোর পাশাপাশি আমজনতার অভাব অভিযোগ শুনতে, তিন সপ্তাহের বেশি সময় ধরে রাস্তায় রাস্তায় ঘুরছে অভিষেক বন্দ্যোপাধ্যায় । নিজের বাড়ি ছেড়ে জেলা সফরে তিনি | তবে শারীরিক অসুস্থতা বা প্রাকৃতিক দুর্যোগ কোন কিছুই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে চলাতে পারেনি। এমন পরিস্থিতি তে তাকে ফোন করে কার্যত ধমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | বিশ্রাম নেওয়ার জন্য বলেন তিনি |
প্রসঙ্গত দিন দুয়েক আগে কালবৈশাখের মতো ঝড়ের মাঝে দাঁড়িয়ে জনসংযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । গাড়ির ছাদে দাঁড়িয়ে জন জোয়ারে ভাসতে দেখা গিয়েছে তাকে । দুর্গাপুরের অধিবেশনে বসে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দলনেত্রী ফোন করেছিলেন | উনি বলেন, “আবহাওয়া খুব খারাপ | বলেন কর্মসূচি দু-এক দিন বাদে করতে” | আগে গলা বসে গিয়েছিল অভিষেকের । কিন্তু দলনেত্রীর এই জবাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, “রাজনীতি ছাত্র হিসেবে যা শিখেছি তা আরো শিখতে চাই । তৃণমূলের নব জোয়ার এখন জনজোয়ারে পরিণত হয়েছে”।
More Stories
চলতি মাসের শেষে ব্রিটেন যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে শিক্ষকদের কড়া নজরদারি
আরও বিপাকে সন্দেশখালির ‘বাদশা’