কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের এক হাসিখুশি ছবি শেয়ার করেছিলেন অপরাজিতা আঢ্য | তবে সেই হাসির পিছনে ছিল মন খারাপের দুঃখ । সেই সময় তার মা ছিলেন গুরুতর অসুস্থ | তবে অবশেষে জানা গেল সোমবার বার্ধক্য জনিত কারণে প্রয়াত হয়েছেন অপরাজিতার মা তৃপ্তি আঢ্য ।
মাকে হারিয়ে অনেকটাই ভেঙে পড়েছেন অভিনেত্রী | সোমবার সকাল সাড়ে নটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অপরাজিতার মা | সোশ্যাল মিডিয়ায় শোক সংবাদ শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই | অনেকদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন অভিনেত্রীর মা | বরাবরই নিজের জন্মদিন ধুমধাম করে পালন করতেন অপরাজিতা | তবে এ বছর জন্মদিনে মাকে দেখতে হাওড়ায় মায়ের কাছে গিয়েছিলেন তিনি | সেদিনই তিনি জানিয়েছিলেন যে মা খুব অসুস্থ |

More Stories
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী