
কানাডা নাগরিকত্ব নিয়ে বিভিন্ন সময় খোঁচা দেওয়া হয়েছে অক্ষয় কুমারকে । অনেকবার তাকে কানাডা কুমারও বলে কটাক্ষ করা হয়েছে | তবে এবার সে বিষয়ে উদ্যোগ নিলেন অভিনেতা অক্ষয় কুমার |
তিনি জানিয়েছেন, “মানুষ জানেই না কেন আমি কানাডার নাগরিক | তবে ভারতে আমার কাছে সবকিছু | জীবনে যা কিছু অর্জন করেছি যা কিছু পেয়েছি তা এই ভারত থেকেই | এবার তা ফিরিয়ে দেওয়ার সময় এসেছে | মানুষজন না জেনে যখন কোন খারাপ কিছু বলে আমার সম্পর্কে আমার খুব খারাপ লাগে” |
প্রসঙ্গত ১৯৯০ সালের কথা টেনে এনে অক্ষয় বলেন সে সময় একের পর এক ছবি ফ্লপ করেছিল | মনে হয়েছিল এখানে থেকে আমি কিছু করতে পারবো না | সেই সময় কানাডা নাগরিকত্বের আবেদন করি ।
More Stories
টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু করেছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’ সিজন ১৯
একের পর এক ঝোড়ো ব্যাটিং করছেন ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়
টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে সমন ইডির