Seismograph with paper in action and earthquake - 3D Rendering
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক | এরই মধ্যে মৃতের সংখ্যা প্রায় ৩০ হাজার ছুই ছুই | আর তার পর ফের ভূমিকম্পে কেঁপে উঠলো আসাম | রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪ | এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি কোন খবর নেই | তবে জানা যায়নি ভূমিকম্পের উৎস স্থল |
গত বছরের নভেম্বরে দিল্লিতে ভূমিকম্প হয়েছিল চারবার । এরই মধ্যে বাদ গেল না অসাম | ঘড়িতে তখন চারটে আঠারো মিনিট | ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে আসাম | ফেব্রুয়ারিতেই রয়েছে ভোট | আর ভোটের আগে শেষ মুহূর্তে প্রচারও চলছে জোর কদমে | তারই মধ্যে ভূমিকম্প হল প্রতিবেশী রাজ্যে |

More Stories
ভারতীয় মহিলা ক্রিকেট দলের জয় উদযাপন করলেন নীতা আম্বানি
জিও ব্যবহারকারীদের জন্য ১৮ মাসের গুগল জেমিনি প্রো প্লান বিনামূল্যে
কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবকে ত্বরান্বিত করতে রিলায়েন্স এবং গুগলের অংশীদারিত্ব