
সামনে পঞ্চায়েত নির্বাচন | আর তার আগে জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | সূত্রের খবর, আগামী ১৬ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর জেলা সফর | ওইদিন অর্থাৎ সোমবার তিনি যাবেন মুর্শিদাবাদে | এরপর সেখান থেকে চলে যাবেন আলিপুরদুয়ার । ১৮ তারিখ আলিপুরদুয়ার থেকে মেঘালয় যাওয়ার কথা রয়েছে | এরপর ১৯ তারিখ ফিরবেন আলিপুর দুয়ারে | সেখানে প্রশাসনিক সভা রয়েছে তার |
প্রসঙ্গত মেঘালয় রাজনৈতিক সমীকরণ বদলে গিয়েছে | তার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই জনসভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়