
শুক্রবার মেট্রো রেলের তরফে জানানো হয় শীঘ্রই মেট্রোর সমস্ত মেঘা এসি রেখে বসতে চলেছে এলইডি স্ক্রিন | অর্থাৎ নয়া বছরে নয়া উপহার । যাত্রীদের আনন্দ দিতেই এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে |
স্ক্রিনে দেখানো হবে জনপ্রিয় গেমস শো, খবর, গুরুত্বপূর্ণ ঘোষণা, গান ইত্যাদি | দ্রুতযাত্রা সঙ্গে বিনামূল্যে হবে মনোরঞ্জন | জানা গেছে মোট 16 টি মেগা এসি রেখে মোট ৩২ টি LED ইন্সটল করা হবে | এখন থেকে সফরের সময় টিভি দেখতে পারবেন যাত্রীরা | টিভির পর্দায় চোখ রাখতে রাখতে পৌঁছে যাবেন গন্তব্যে |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়