
বারবার উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরোধিতার সুর চড়িয়েছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা । পড়ুয়া উপাচার্য সংঘর্ষে উত্তাল শান্তিনিকেতন | সময়ের সাথে সাথে বেড়েছে অশান্তির গতি | অধ্যাপককে বরখাস্ত সহ একাধিক ইস্যুতে উপাচার্যের বিরুদ্ধে রাষ্ট্রপতির দারস্ত শিক্ষাবিদরা |
সুখের খবর, অধ্যাপকরা প্রতিবাদ করলে তাদের ও সাসপেনশন এর মুখে পড়তে হয়েছে বলে জানা গিয়েছে | সম্প্রতি অর্থনীতির অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে বরখাস্ত করা হয়েছে | মূলত তার পরিপ্রেক্ষিতেই একটি চিঠি দেওয়া হয়েছে । চিঠিতে রয়েছে নোয়াম চমস্কি সহ ‘অমর্ত্য সেন কন্যা অন্তরা দেবসেনের নাম | অবিলম্বে পদত্যাগ গ্রহণের আর্জি জানানো হয়েছে সেখানে ।
More Stories
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে
পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়
পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন