প্রতিবছর জানুয়ারির এই সময়টাতে জুড়ে ভালোই থাকে ঠান্ডা । তবে এ বছর ঠান্ডা যেন একটু বেশি | সকাল থেকে কুয়াশা ঢাকা থাকছে আকাশ | বেলা বাড়লে বাড়ছে রোদ | তবে সন্ধ্যের পর ফের বহাল থাকছে কনকনে ঠান্ডা | কিছুদিন আগে শৈত্য প্রবাহ চলেছে রাজ্যের কয়েকটি জেলায় | যার ফলে বেড়েছে ঠান্ডার আমেজ |
কলকাতায় আপাতত বজায় থাকবে কনকনে ঠান্ডা | আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে শীতের এই স্পেল বজায় থাকবে আরও তিনদিন | আপাতত স্বাভাবিকের তুলনায় নিচে থাকবে তাপমাত্রা | ঠান্ডা আমেজ আরো কয়েক সপ্তাহ বহাল থাকবে বঙ্গে |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 12.9 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 21.5 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 41 শতাংশ |

More Stories
নভেম্বরের মাঝামাঝি শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে বঙ্গে
নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই শীতের দাপট দেখা যাচ্ছে বঙ্গে
দফায় দফায় বৃষ্টিতে ভাসছে বাংলা