November 4, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

খাবার সংক্রান্ত বিষয় মাল্টিপ্লেক্স গুলিকে রায় জানানোর সুপ্রিম কোর্ট

করোনার মুখে বেশ লোকসানে পড়েছে মাল্টিপ্লেক্স সিনেমা হল গুলি | তাই এবার মালিকদের স্বপক্ষে একটি রায় দিল সুপ্রিম কোর্ট | হলের ভিতরে নিজেদের খাবার ও পানীয় বিক্রি করার জন্য সিনেমা হল কর্তৃপক্ষ যেকোনো ধরনের নিয়ম জারি করতে পারে বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট |

তাদের ইচ্ছেমতো হলের ভিতরে খাবার জলসহ নানা সফট পানীয় বিক্রি করতে পারবে তারা | এই রায় বলা হয়, সিনেমা হল প্রাইভেট প্রপার্টি | তাই মালিক সেখানে প্রবেশাধিকারের নিয়ম তৈরি করতে পারে । যদি কেউ কোন খাবার নিয়ে সিনেমা হলে যায় তাহলে মালিকের অধিকার আছে তা বারণ করার । কারণ হতেই পারে সেই ব্যক্তি সেই খাবারের দ্বারা হল পরিষ্কার করল | এছাড়া নিজেদের ব্যবসা বৃদ্ধি করার অধিকার রয়েছে মালিক পক্ষের | সুতরাং হলের ভিতরে যে কোন খাবার এবং পানীয় বিক্রি করার অনুমতি দেওয়া হলো |