বাবা হতে চলেছেন বিহারের উপমন্ত্রী তেজস্বী যাদব | সূত্রের খবর মার্চ মাসে নাকি নতুন সদস্য আসবে লালুর পরিবারে | তবে এখনো তেজস্বী রাজশ্রী বা তাদের পরিবারের সদস্যর কারো তরফেই দাবিতে শিল-মোহর দেওয়া হয়নি |
প্রসঙ্গত, এই মুহূর্তে লালুপত্নী রাবরী দেবীও নেই বাড়ি | সিঙ্গাপুরে রয়েছেন তিনি | সেখানে লালুর কিডনি প্রতিস্থাপনের জন্যই উপস্থিত রয়েছেন স্ত্রী কন্যা । তবে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ভিডিও প্রকাশ করেছেন তিনি | তবে পরিবারে নতুন সদস্য আগমনের ব্যাপারে কার্যত মুখ বন্ধ রেখেছেন দম্পতি |

More Stories
গ্রাহক বৃদ্ধিতে রেকর্ড গড়ল জিও
জিও ইনস্টিটিউট এবং INSMA সফল ভাবে সমাপ্ত করল ক্রীড়া ব্যবস্থাপনা সম্মেলন
ডঃ মাশেলকরের সংবর্ধনা অনুষ্ঠানে কি বললেন মুকেশ আম্বানি