
আজও বহাল থাকবে একই তাপমাত্রা । অবস্থার পরিবর্তন হতে পারে কাল থেকে। দশ এবং ১১ ডিসেম্বর সামান্য করে বাড়বে তাপমাত্রা এমনটাই মনে করা হচ্ছে। কিছুটা বাড়বে আপেক্ষিক আর্দ্রতা এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। আকাশ আংশিক মেঘলা হতে শুরু করবে বলেও জানানো হয়েছে।
ডিসেম্বরে শুরু থেকে শীতের জন্য অপেক্ষায় রাজ্যবাসী | তবে সকাল সন্ধ্যা শীতের আমেজ আগামীকাল পর্যন্ত বহাল থাকবে | শুক্রবার থেকে কিছুটা বাড়তে পারে তাপমাত্রা এমনটাই ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর | আপাতত জেলায় বৃষ্টির কোন সম্ভাবনা নেই |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 16.3 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 91 শতাংশ |
More Stories
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে
পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়
পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন