বুধবার পর্যন্ত সামান্য বাড়বে তাপমাত্রা | সপ্তাহের শুরু থেকেই ফের বাড়তে শুরু করলো তাপমাত্রার পারদ | বৃহস্পতিবার থেকে ফের কিছুটা নামবে পারদ | সপ্তাহের শেষে বাড়বে শীতের আমেজ | তবে রাজ্যের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে দুই বঙ্গে শীতের আমেজ বজায় থাকবে |
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, শীতের আমেজ আরো কয়েকদিন একই রকম থাকবে | উত্তরের হওয়ার ফলে কনকনে ঠান্ডা বাড়বে রাজ্যে | শনিবারের তুলনায় আজ আরো এক ডিগ্রি কম তাপমাত্রা |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 16.5 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 91 শতাংশ |

More Stories
নভেম্বরের মাঝামাঝি শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে বঙ্গে
নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই শীতের দাপট দেখা যাচ্ছে বঙ্গে
দফায় দফায় বৃষ্টিতে ভাসছে বাংলা