
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, শীতের আমেজ আরো কয়েকদিন একই রকম থাকবে | উত্তরের হওয়ার ফলে কনকনে ঠান্ডা বাড়বে রাজ্যে | শনিবারের তুলনায় আজ আরো এক ডিগ্রি কম তাপমাত্রা |
নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই রাজ্য জুড়ে শীতের আমেজ রয়েছে | বৃহস্পতিবার ছিল নভেম্বর মৌসুমে শীতলতম দিন | ১৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল তাপমাত্রা পারদ | তবে এই সপ্তাহের শেষেও শীতের দাপট বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 16.5 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 91 শতাংশ |
More Stories
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে
পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়
পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন