December 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা আক্রান্ত যুব তৃণমূলের সভাপতি সায়নী ঘোষ

করোনা আক্রান্ত যুব তৃণমূলের সভাপতি সায়নী ঘোষ । সম্প্রতি একুশে জুলাই এর মঞ্চে তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গিয়েছে তাকে | এর পাশাপাশি আরো বেশ কিছু রাজনৈতিক কর্মকাণ্ডের দেখা যায় তাকে |

এরই মাঝে হঠাৎই জ্বর সর্দিতে ভুগছিলেন অভিনেত্রী | এরপর চিকিৎসকের পরামর্শ মত করোনা টেস্ট করেন তিনি | শনিবার রাতেই রিপোর্ট পজেটিভ আসে | যেহেতু তিনি এই কয়েকদিন বহু মানুষের সংস্পর্শে আসেন, তাই বিগত কয়েকদিন যে সমস্ত মানুষেরা শারীরিকভাবে সঙ্গে দেখা করেছেন সোশ্যাল মিডিয়া তাদের সকলকে সচেতন করেছেন তিনি |

তিনি জানিয়েছেন, শরীরে করোনার বিশেষ লক্ষণ নেই | তবে হালকা জ্বর সর্দি হয়েছে | আগামী কয়েক দিন কিছু সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করার কথা জানিয়েছেন তিনি | পাশাপাশি তিনি জানিয়েছেন খুব শীঘ্রই সুস্থ হয়ে ফিরে আসবেন |