‘নাটের গুরুর’ মাধ্যমে জিতের সঙ্গে টলিউডের ডেবিউ করেন অভিনেত্রী কোয়েল মল্লিক | তবে তারপর থেকে আর কখনো পেছনে তাকাতে হয়নি তাকে ।
প্রায় ২ দশক ধরে রাজ করছেন তিনি | টলিউডের তার হিট ছবির তালিকা বেশ দীর্ঘ | কখনো দেব আবার কখনো জিৎ এর মত সুপারস্টারের সঙ্গে জুটি বেঁধে নেটিজেনদের মনে জায়গা করে নিয়েছেন কোয়েল |
সোমবার ক্যারিয়ারের কুড়ি তম বছরে পা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক | সোশ্যাল মিডিয়া তিনি জানান কেমন ছিল তার প্রথম ছবির শুভ মহরতের প্রথম শট | নায়িকা বলেন, “আমি অনেক ছবি করেছি | কিন্তু নাটের গুরু আমার প্রথম ছবি । তাই চিরকাল আমার কাছে স্পেশাল হয়ে থাকবে এই ছবি” |
More Stories
‘খাদান’ সাফল্যের মাঝেই ‘বিনোদিনী’র প্রচার শুরু করেছেন দেব
রাজধানী দিল্লির শো হাউসফুল, রাজ্যের সীমানা ছাড়িয়ে রাজধানীতে দেব ‘রাজার রাজা’
সারা বাংলা ঘুরে ‘রাজার রাজা’ হয়েই কামব্যাক করলেন দেব