গত কয়েকদিন আগে কলকাতায় শো করতে এসে হঠাৎই প্রয়াত হন গায়ক কেকে | তবে তার গাওয়া গান সহ নানান স্মৃতিকে আঁকড়ে রয়েছেন তার অনুরাগীরা | তারই গানে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন বহু শিল্পীরা |
এবার জনপ্রিয় গায়ক অরিজিত সিং কেকের গানে তাকে শ্রদ্ধা জানান | আমেরিকা ও কানাডায় 45 দিনের মিউজিক টুরে রয়েছেন অরিজিৎ সিং | কানাডার ভ্যানকুভার এ একটি অনুষ্ঠানে গিয়ে অরিজিৎ স্মরণ করলেন কেকে কে |
অরিজিৎ এর গলায় কেকের গানে এক অদ্ভুত সুরের মূর্ছনায় ভেসে যান শ্রোতারা | গান গাওয়ার আগে অরিজিৎ জানান, “কেকের মৃত্যুর খবরটা মেনে নেওয়া তার কাছে ভীষণ কঠিন হয়ে উঠেছিল | ফেম গুরুকুল এ থাকাকালীন বিচারক কেকের বহু পরামর্শ তার ক্যারিয়ারে কাজে এসেছে” |
More Stories
কোয়েলের কোল জুড়ে এল ফুটফুটে কন্যা সন্তান
রোশান পরিবারের গল্প নিয়ে আসছে ‘দ্য রোশনস’
এবার বুক ফুলিয়ে জাপানে ‘জওয়ান’ ঝড়ের নমুনা দেখালেন শাহরুখ খান