March 15, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

ওয়েব সিরিজএ এবার অভিনেতা আবির চট্টোপাধ্যায়

সনিলিভ ওয়েব প্ল্যাটফর্মের ‘অবরোধ সিজন 2’ সিরিজে সেনা অফিসারের ভূমিকায় দেখা যাবে টলিউড অভিনেতা আবির চট্টোপাধ্যায়কে | সেনা অফিসারের ভূমিকায় হিন্দি ওয়েব সিরিজে দেখা যাবে আবির চট্টোপাধ্যায় | প্রকাশ্যে এল তার আগাম এক ঝলক |

2020 সালে মুক্তি পায় ‘ অবরোধ: দা সিজ উইদিন’ | এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন দর্শন কুমার, নিরাজ কবি, অমিত শাহ, বিক্রম গোখেল সহ আরো অনেকেই | এই সিরিজের দ্বিতীয় সিজনে সেনা অফিসারের ভূমিকায় দেখা যাবে চট্টোপাধ্যায় কে | নিজের সিরিজের টিজার প্রকাশ করেছেন তিনি |