
রবিবার দেওঘরে রোপওয়ে দুর্ঘটনার এখনো পর্যন্ত চলছে উদ্ধার কার্য | সূত্রের খবর, এখনো 12 জন যাত্রী আটকে রয়েছেন | এদের মধ্যে একজন বায়ুসেনার কমান্ডো রয়েছেন | সেনাবাহিনীর তরফে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে | আজ ভোর 6:30 থেকে আবারও উদ্ধার কাজ শুরু করা হয় |
তবে উদ্ধার কাজ চালাতে গিয়ে ফের ঘটে গেল বিপত্তি | হেলিকপ্টার থেকে নিচে পড়ে গিয়ে মৃত্যু হল এক মহিলার | সূত্রের খবর ঘন্টা কয়েক আগেও আটকে ছিলেন চারজন | তাদের মধ্যে তিন জনকে উদ্ধার করা হলেও, একজন উপর থেকে নিচে পড়ে যান | ঘটনাস্থলেই মৃত্যু হয় ঐ ব্যক্তির |
More Stories
প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মুকেশ আম্বানি
গুজরাটের জামনগরের প্রাণিবিদ্যা উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রকে ক্লিন চিট দিল সুপ্রিম কোর্ট
‘মায়ের সাথে সেজে উঠুন’ স্মার্ট বাজারের সাথে