বাতিল হল অমিত শাহর কলকাতার কর্মসূচি | মঙ্গলবার এ কথা জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার | কথা ছিল আগামী 16 এপ্রিল বঙ্গ সফরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | 16 তারিখ উত্তরবঙ্গে এবং তার পরের দিন অর্থাৎ 17 তারিখ কলকাতায় তার কর্মসূচি ছিল | কিন্তু তা বাতিল হল বলে জানা গিয়েছে |
উপনির্বাচনে বালিগঞ্জ আসানসোলে বিজেপির ভরাডুবি নিশ্চিত অনুমান করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর রাজ্য সফর ঘিরে অনিশ্চয়তার মেঘ জমেছিল আগেই | বঙ্গ বিজেপির একাংশ চেয়েছিল ঐদিন অমিত শাহ যেন বাংলায় না আসেন |

                                        
                                        
                                        
                                        
More Stories
ভারতীয় মহিলা ক্রিকেট দলের জয় উদযাপন করলেন নীতা আম্বানি
জিও ব্যবহারকারীদের জন্য ১৮ মাসের গুগল জেমিনি প্রো প্লান বিনামূল্যে
কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবকে ত্বরান্বিত করতে রিলায়েন্স এবং গুগলের অংশীদারিত্ব